এবার অভিনব কায়দায় বড়সড় প্রতারণার শিকার হল এক বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তমলুক থানার পদুমবসন গ্রামের আচার্য পাড়ায়। পদুমবসন গ্রামের আচার্য পাড়ার বাসিন্দা শুভজিৎ মিশ্র এর ব্যাংক একাউন্ট থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছদ্মবেশে প্রায় ৩৪ লক্ষ টাকা একাউন্ট থেকে গায়েব হলো। গত ৩০ ডিসেম্বর বাড়ি এসেছিল। সেই সময় একটি ফোন আসে বলা হয় তার নামে ২৫০গ্রাম ড্রাগ ইরানে পাঠানোর সময় ধরা পড়েছে। তৎক্ষণাৎ ফোনটি কেটে দেয় শুভজিৎ। তারপরে পুনরায় ফোন আসে বিকেল তিনটে নাগাদ। তাকে ঐ পার্সেল এর বিষয়ে জানায়। বলা হয় মুম্বাইয়ের ডি জি পি কথা বলতে চান। স্কাইপ এর মাধ্যমে তার সঙ্গে কথাবার্তা চলতে থাকে তারা তার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জানতে চাই। তারপর সেই সময় তার অ্যাকাউন্ট থেকে ১৩ লক্ষ ২২ হাজার ৭৫৬ টাকা কেটে নেওয়া হয়।তিনি জানতে পেরে স্কাইপে কথা বলার সময় ওই টাকা কেটে গেছে বলে জানান।
প্রতারকরা জানায় মুম্বাইয়ের আন্ধেরি সাইবার ক্রাইমে যোগাযোগ করার জন্য। এই বিষয়ে তারা সহযোগিতা করতে পারবে। বলা হয় আপনার একাউন্টে ২০ লক্ষ টাকা ভুল করে ঢুকে গেছে সেই টাকা ফেরত দেওয়ার জন্য। অনলাইন অ্যাকাউন্ট চেক করে দেখেন সত্যিকারে কুড়ি লক্ষ টাকা তার একাউন্টে ঢুকে গেছে। সেই টাকা তিনি ফেরত দিয়ে দেন। পরে সন্ধান করে দেখেন ১৩ লক্ষ ২২হাজার ৭৭৬ এবং ওই ২০ লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে গেছে। পরে তিনি সন্ধান নিয়ে জানতে পারেন একটি বেসরকারি ব্যাংক থেকে তার নামে কুড়ি লক্ষ টাকা ঋণ করা হয়েছে। তিনি ওই ব্যাংকে কোনদিনই লোনের জন্য আবেদন করেননি। এই বিষয়ে তিনি তমলুক থানা ও তমলুক সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন বলে সূত্র মারফত জানা গেছে। এই ঘটনায় জেলা প্রশাসনে জোর তোলপাড় শুরু হয়েছে। হতাশায় ভুগছেন কলকাতায় বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার শুভজিৎ মিশ্র ও তার পরিবার। এখন দেখার এই বিষয়ের কিনারা কিভাবে হয়।