মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার গড়ে তুলেছেন স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে প্রতিবছর হয়ে থাকে সবলা মেলা। পূর্ব মেদিনীপুর জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের উদ্যোগে ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, জেলা পরিষদ এবং তমলুক পঞ্চায়েত সমিতির উদ্যোগে বুধবার থেকে তমলুকে শুরু হয়েছে সবলা মেলা। মেলার উদ্বোধন করতে এসে জেলার বাল্যবিবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনে জেলা প্রশাসন ও জন প্রতিনিধিরা। বাল্যবিবাহের দিক থেকে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। রাজ্য সরকার পড়ুয়া থেকে মহিলাদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করে আর্থিক সাহায্য করে চলেছেন। তার পরেও বাল্যবিবাহে জেলা প্রথম সারিতে রয়েছে। কি ভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। জেলাশাসক তানবীর আফজল ও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি মুখেই একই কথা, পুলিশ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থাকে সাথে নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে আসতে হবে। সরকার সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করার পরেও দেখা যাচ্ছে কম বয়েসে মেয়েদের বিয়ে দেওয়া হচ্ছে। একদিকে যেমন সুশিক্ষিত হচ্ছে না অন্যদিকে অল্প বয়সে বিয়ের জন্য নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন মেয়েরা। সকলের চেস্টায় জেলার বাল্যবিবাহের পারদ নিম্নমুখী করতে হবে। এদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর, জেলাশাসক তানবীর আফজল, তমলুকের বিধায়ক সৌমেনকুমার মহাপাত্র সহ অন্যান্যরা।
জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্রে সেজে উঠেছে সবলা মেলা। মেলা চলবে আগামী ১৬ ই জানুয়ারি পর্যন্ত।
উদ্বোধনের দিন থেকে মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিক্রিও শুরু হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি জিনিসপত্র।