পাঁশকুড়ার নারানদিঘীতে চেয়ারপার্সন কাপ টুর্নামেন্ট হয়। সেখানে ৮টি টিমের খেলা হয়, বিভিন্ন রাজ্যের খেলোয়াড়রা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়।
জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পাড়া থেকে অর্থাৎ ঝাড়খণ্ড রাজ্য থেকে খেলতে আসে এক ক্রিকেটার। দুদিন ধরে এই টুর্নামেন্ট হয়। ফাইনালে চ্যাম্পিয়ান হয় কলকাতা ওঁ সাঁইবাবা একাদশ, রানার্স হয় ঝাড়গ্রাম মানিকপাড়া বিট হাউস।
জয়ী চ্যাম্পিয়ান টিমের হাতে বড় ট্রফি সহ চল্লিশ হাজার টাকার চেক ও রানার্স টিমের হাতে ট্রফি সহ তিরিশ হাজার টাকা তুলে দেওয়া হয়।
পাঁশকুড়া পৌরসভার চেয়ারপার্সন নন্দকুমার মিশ্রের উদ্যোগে এই ক্রিকেট টুর্নামেন্টে হয়। ছিলেন রাজ্য স্বরোজগার কমিশনের চেয়ারম্যান তন্ময় ঘোষ।
Author: ekhansangbad
Post Views: ৯৫