পঃ বঃ রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড কর্তৃক সাম্প্রতিক বিদ্যুৎ এর মিনিমাম চার্জ তিনগুন ও ফিক্সড চার্জ দ্বিগুন বৃদ্ধির বিরুদ্ধে এবং স্মার্ট প্রিপেড মিটার লাগানোর চক্রান্ত রুখতে জেলা ও রাজ্য জুড়ে যে দীর্ঘস্থায়ী আন্দোলন চলছে, তার বর্তমান পর্যায়ে বিভিন্ন এলাকায় গ্রাম ভিত্তিক “গ্রাহক প্রতিরোধ কমিটি” গড়ে তোলার লক্ষ্যে বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন(অ্যাবেকা)’র পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা কমিটির উদ্দ্যোগে আজ ঘাটালের অন্নপূর্না আর্কেড হলে বিদ্যুৎ গ্রাহকদের কর্মশালা(ওয়ার্কশপ) অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক।
নারায়ণবাবু তার বক্তব্যে, এই মহকুমারই দাসপুরে বিদ্যুৎ গ্রাহকদের যে আন্দোলনের সূত্রপাত্র হয়েছিল,যার পরিনতিতে অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জন্ম,তা উল্লেখ করে গ্রাহক আন্দোলনকে তীব্রতর করার আহ্বান জানান।
উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহঃ সভাপতি মধুসূদন মান্না, অসিত সরকার প্রমুখ। কর্মশালায় মহকুমার প্রায় দু শতাধিক বিভিন্ন ক্যাটাগরির বিদ্যুৎ গ্রাহক যোগ দেন।
সুব্রতবাবু তার বক্তব্যে বন্টন কোম্পানির নানা তুঘলকি সিদ্ধান্ত তুলে ধরে বলেন,স্মাটলি লুঠ করার লক্ষ্যে কোম্পানি জোরপূর্বক স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর চক্রান্ত করছেন। যে কোন মূল্যেই তা রুখতে হবে। এ বিষয়ে আগামী ৩০ জানুয়ারি সারা রাজ্যব্যাপী ক্ষুদ্রশিল্প ধর্মঘট আহ্বান করা হয়েছে বলে উনি জানান।
সভা থেকে অসিত সরকার ও সুব্রত মাজীকে যুগ্ম আহ্বায়ক করে অ্যাসোসিয়েশনের মহকুমা ভিত্তিক সমন্বয় কমিটি গঠিত হয়।