শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগে গ্রেফতার হল প্রাক্তন ডি আই ও প্রধান শিক্ষক। অভিযোগ তমলুক থানার খামার চক হাইস্কুলে ২০১৭ সালে শুভেন্দু হাটুয়া নামে এক ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। এই নিয়োগ অবৈধ অভিযোগ তুলে হাইকোর্টে একটি মামলা হয়। হাইকোর্ট নির্দেশ দেন বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শক শুভাশিস মিত্র কে এফআইআর করার জন্য। তিনি তৎকালীন খামার চক হাই স্কুলের প্রশাসক তথা জেলা স্কুল পরিদর্শক চাপেশ্বর সরদার ও প্রধান শিক্ষক অশোক কুমার হাঁটুয়ার বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেন বর্তমান ডি আই। অভিযোগের মূলে সিআইডি তদন্তে নামে। বুধবার অভিযুক্ত চাপেশ্বর সরদার ও অশোক কুমার হাঁটুয়া কে ডেকে পাঠায় সিআইডি দপ্তরে । তারা হাজিরা দিলে তাদেরকে জিজ্ঞাসাবাদ এর পর গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুই অভিযুক্ত কে তমলুক জেলা আদালতে তোলা হয়।
সিআইডি কর্তাদের পক্ষ থেকে আদালতে ১৪দিনের হেফাজত চাওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য শুভেন্দু হাটুয়া ২০১৪ সাল থেকে ওই বিদ্যালয়ে কাজ করে আসছিল। তৎকালীন ডি অই চাপেশ্বর সরদার ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল দেয়। সেই মূলে তার নিয়োগ হয় বলে সূত্র মারফত জানা গেছে। পরবর্তীকালে এই নিয়োগ অবৈধ বলে আদালতে চ্যালেঞ্জ হয়। এটি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার অন্তর্ভুক্ত নয়।