সাড়ম্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হলো কাঁথি এক ব্লকের নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের ৭৫তম প্রতিষ্ঠা দিবসে প্ল্যাটিনাম জয়ন্তী। এই উৎসবকে ঘিরে শুরু হয়েছে এলাকায় এক উৎসব মুখর পরিবেশ। বুধবার ট্রেনের অবয়বে চিত্রিত করা প্লাটিনাম শ্রেণিকক্ষের উদ্বোধন হলো। এই শ্রেণীকক্ষ তৈরি হয়েছে সাংসদ শিশির অধিকারীর এলাকা উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায়। বুধবার জ্ঞানদ্বীপ জ্বেলে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাঁথি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী মায়াধিশানন্দজী মহারাজ। দুটি ভবনের ফিতা কেটে দ্বারোদঘাটন করেন সাংসদ শিশির অধিকারী।উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, অধ্যাপক চন্দন মন্ডল, প্রমুখ। অনুষ্ঠানে পৌরহিত করেন জিতেন্দ্রনাথ সামন্ত। এদিন উদ্বোধক উদ্বোধনী বক্তব্যে বলেন মেদিনীপুর স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিল।
বর্তমান পূর্ব মেদিনীপুর শিক্ষার হারে অনেক এগিয়ে। তবু জেলার পড়ুয়ারা প্রমাণ করেছে তারা পিছিয়ে নেই। কিন্তু মেধা যাচাই এর ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন। সভায় স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই এই বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্বভাবে সহযোগিতা করেছেন সাংসদ দ্বয়।তার জন্য তিনি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিনের সভায় বিদ্যালয় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে দাতাদের পুষ্পস্তবক স্মারক স্নানপত্র উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয়।সন্ধ্যায় হৃদয়গ্রাহী সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।বৃহস্পতিবার সকালে একুশটি শ্রেণিকক্ষে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স যন্ত্রের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডঃ গোপাল বেরা। উপস্থিত ছিলেন কাঁথি এক ব্লকের বিডিও অমিতাভ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। পরে সায়েন্স সিম্পোজিয়াম এর উদ্বোধন হয়। উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার ডঃ অমল কুমার ভূঁইয়া।তিনি উদ্বোধন করে মানুষের বিবর্তনের ইতিহাস ও তার বিজ্ঞান নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ব বিভাগের অধ্যাপক ডঃ শিমুল রায় মানুষের কৃত্রিম মেধা নিয়ে বিবর্তনের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিজ্ঞান বিভাগের গবেষক ডঃ যাদব মাঝি তার কর্মস্থল থেকে অর্থাৎ বিদেশ থেকে ভিডিও প্রদর্শন এর মাধ্যমে এই বিবর্তনের খুঁটিনাটি তুলে ধরেন ছাত্র-ছাত্রীদের মধ্যে। সব মিলিয়ে বর্ণময় হয়ে ওঠে ৭৫ বছরের নয়াপুট সুধীরকুমার হাই স্কুলের প্লাটিনাম জয়ন্তী। গ্রাম্য এই হাইস্কুলের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম বায়োমেট্রিক এর মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থাপনা চালু হলো একমাত্র প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই ঐকান্তিক প্রচেষ্টায়।এদিন সন্ধ্যায় নানা বর্ণ ময় অনুষ্ঠান রয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক।