পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের কাঁথি ৩ ব্লকের অন্তর্গত কুমিরদা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের আয়োজনে বিশাল পদযাত্রা ও জনসভায় হল কুমিরদাতে।উপস্থিত ছিলেন কবিতা রাজ্য মহিলার সহ-সভায় নেত্রী রহমান, কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী রিজিয়া বিবি, কাঁথি সাংগঠনিক জেলার মহিলা সহ সভানেত্রী মিতারানী সাউ, কাঁথি ৩ ব্লক সভাপতি নন্দদুলাল মাইতি, কাঁথি ৩ ব্লক সভানেত্রী সাবিত্রী মন্ডল, কাঁথি শহর মহিলা তৃণমূলের সভানেত্রী ইলা মান্না,কাঁথি ৩ ব্লক আইএনটিটিইউসির সভাপতি অশোক জানা কাঁথি তিন ব্লক এসি ওবিসি ছেলের সভাপতি স্বপন বাগ,কাঁথি ৩ ব্লকের চেয়ারম্যান অশোক প্রধান, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ কালীপদ দলাই, মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ শিবানী খিলা, খাদ্য কর্মাধ্যক্ষ উৎপল বর্মন, কাঁথি 3 পঃ সঃ, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুজাতা মাইতি, কাঁথি 3 পঃ সঃ,সদস্যা অপরাজিতা মাইতি,কুমিরদা অঞ্চল তৃণমূলের সভাপতি রাজকুমার দাস, কুমিরদা অঞ্চল তৃণমূলের যুব সভাপতি দেবাশীষ মন্ডল,অঞ্চল যুব সহ সভাপতি অশিত কুমার মন্ডল, অঞ্চল আইএনটিপিইউসির সভাপতি কৃষ্মপদ দলাই, অঞ্চল মহিলা তৃণমূলের সভানেত্রী শর্মিলা মন্ডল ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই সভায় লোকসভা নির্বাচনে কর্মীদের সতর্ক থেকে লড়াইয়ের আহবান জানানো হয়। আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয় কর্মীদের মধ্যে। এলাকাবাসীকে রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।