পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের হাসপাতাল মোড়ে অ্যাম্বুলেন্সের সঙ্গে সাইকেল আরোহী দুর্ঘটনায় আহত এক। শুক্রবার সকালে প্রায় এগারোটা নাগাদ হলদিয়া মেচেদা রাজ্য সড়কে মানিকতলার দিক থেকে হাসপাতাল মোড়ের দিকে একটি অ্যাম্বুলেন্স গাড়ি আসার সময় হাসপাতাল মোড়ে মেডিকেল কলেজের দিক থেকে বারান্দার দিকে এক সাইকেল আরে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের সামনে চলে আসে এরপর অ্যাম্বুলেন্স ধাক্কা মারে ওই সাইকেল আরোহীকে, ঘটনাস্থলে দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি এবং আহত হয় সাইকেল আরোহী।
স্থানীয়রা সিভিক ভলেন্টিয়ার আহত এই ব্যক্তিকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করে। জানা যায় ওই আহত ব্যক্তির বাড়ি তমলুকের ধারিন্দা এলাকায় বাজার করে বাড়ি ফেরার সময় ঘটে এমন দুর্ঘটনা।
Author: ekhansangbad
Post Views: ১২৯