পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দেশপ্রাণ ব্লকের ফরিদপুর লোকশিক্ষা নিকেতনে বিবেকানন্দের জন্ম দিবস পালিত হলো। স্বামীজীর স্বামীজীর বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে একটি বিবেকানন্দ সম্পর্কিত আলোচনা সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য, জেলা লেবার কমিশনার অনিন্দিতা ভট্টাচার্য, অধ্যাপক ডঃ সুবীর সামন্ত, সুসংহত শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক বিপ্লব প্রিয় গির, সংসার সভাপতি ব্রজ গোপাল সাউ, সম্পাদক গৌতম শাসমল, নিশিকান্ত জানা, অসিত প্রধান, ডিএলএড কলেজের অধ্যক্ষ সোমনাথ দাস, বিএড কলেজের অধ্যক্ষ ডঃ প্রসেনজিৎ মন্ডল,নার্সিং কলেজের অধ্যক্ষ অনিথা বি সহ অন্যান্য বিশিষ্ট জন।
Author: ekhansangbad
Post Views: ১৪৭