Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগুইহাটি মেলায় ইন্দ্রজাল প্রদর্শন করলেন জাদুকর ইন্দ্রজিৎ আইচ।

কেকা মিত্র :- নারায়ণ তলায় বাগুইহাটি মেলায় সাংস্কৃতিক মঞ্চে জাদু প্রদর্শনী তে সকল দর্শকদের নজর কাড়লেন জাদুকর ইন্দ্রজিৎ আইচ।তিনি প্রয়াত জাদুকর ও শিক্ষক জাদুকর কার্তিক কুমার ও সমীরণ আচার্য র ছাত্র জাদুকর ইন্দ্রজিৎ আইচ।

পেশায় সাংবাদিক নেশায় জাদুকর ইন্দ্রজিৎ আইচ 1995 সাল থেকে ম্যাজিক দেখাচ্ছেন। 2015 সালে সালে পাণ্ডুলিপি থেকে প্রকাশিত হয়
জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর লেখা ম্যাজিক নিয়ে বই
” জাদু বিজ্ঞানের অন্তরালে “। পরবর্তী সময় আরো আট ধরনের বই সম্পাদনা করেছেন।।পাশাপাশি তিনি সমাজ সেবী , ঘোঘক এবং সম্পাদক। একই অঙ্গে বহু রূপ।ইন্দ্রজিৎ আইচ বহুমুখী প্রতিভার
অধিকারী।এইদিন মেলার মঞ্চে তিনি দেখান ডিম থেকে তাস, দরি থেকে রুমাল, কাগজ পুড়িয়ে চকলেট, ব্ল্যাক বক্স, মেরা ভারত মহান, সাদা থেকে নীল, লাল থেকে সবুজ এর জাদু, অঙ্কের জাদু,
চার্লি চ্যাপলিন, গাছে ফুল আশা,বেলুন থেকে পায়রা সহ নানা ধরনের যাদু। তিনি বছরের প্রথমদিন ম্যাজিক দেখিয়ে সকল
দর্শকদের সম্মোহিত করে রাখেন দীর্ঘ এক ঘন্টা। এইদিন মেলার
উদ্বোধন করেন রাজ্য সভার সাংসদ সৌগত রায়।তিনি জাদুকর ইন্দ্রজিৎ এর জাদু প্রদর্শন দেখেন ও প্রসংশা করেন। মঞ্চে মেলার পক্ষ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হয় জাদুকর ইন্দ্রজিৎ আইচ এর হাতে। সবমিলিয়ে জমে উঠেছিলো জাদুকর ইন্দ্রজিৎ এর ইন্দ্রজাল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read