বর্তমান দিনে ডিজিটাল ক্লাসরুমের গুরুত্ব অপরিসীম। সেই কথা ভেবেই বরিদা প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হচ্ছে। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা প্রাথমিক বিদ্যালয়ে মণিষীদের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করেন এগরার বিধায়ক ও শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। তিনি বলেন, প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্ত সত্যা রয়েছে। শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তাই তাদের প্রতিভার বহি:প্রকাশ ঘটাতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বরিদা প্রাথমিক বিদ্যালয়ে জেলায় সর্বপ্রথম ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করা হয়। পাশাপাশি এদিন এই বিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নের জন্য সবাইকে পাশে দাঁড়ানোর পরামর্শ দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এই বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সুমন দাস। এদিন স্কুলের কচিকাঁচাদের দ্বারা পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি সত্য চক্রবর্তী, এগরা উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুব্রত দে, বরিদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিদ্ধেশ্বর বেরা, বীরকুমার শী ও যাদব বর প্রমুখ।