হিন্দু ক্যালেন্ডার অনুসারে, পবিত্র মকর সংক্রান্তি পালিত হবে আগামী ১৫ জানুয়ারি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তির দিনে স্নান ও সূর্যার্ঘ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এ দিনে সূর্য দেবতাকে পুজো করে, গঙ্গায় স্নান করে, বা বাড়ির কাছে যে কোনও নদীতে ডুব দিয়ে সূর্য়প্রনাম করা উচিত। মকর সংক্রান্তির দিন প্রতিবছরই বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ন নদীর পাড়ে জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন সকাল থেকেই ভিড় জমায় নদীর পাড়ে। মুখস্থানে আসা পূর্ণার্তিদের যাতে কোন অসুবিধা না হয় সেই কারণে তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা অস্থায়ী ট্রেন্ড তৈরি করা হয়।
পাশাপাশি নদীতে স্নানের সময় যাতে কোন দুর্ঘটনা না ঘটে সেই কারণে নদী জুড়ে থাকবে পর্যাপ্ত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ।