প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে রেয়াপাড়া শিব মন্দিরে স্বচ্ছতা অভিযানে সামিল হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী । মন্দিরে পুজো দিয়ে ওই চত্বর পরিষ্কার করেন শুভেন্দু।
প্রসঙ্গত অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষ্যে মন্দির স্বচ্ছতা অভিযান করছে বিজেপি। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব মন্দিরে পরিষ্কার করছেন বিজেপি নেতারা। সেই কর্মসূচি মেনেই মন্দির চত্বর সাফ করেন শুভেন্দু।
রবিবার সকালে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের রেয়াপাড়া শিব মন্দিরে পৌঁছে যান এলাকার বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মন্দিরে প্রণাম করেন, তার পর শুরু হয় স্বচ্ছতা অভিযান। চত্বরে যে ফুল পড়েছিল, সেগুলি পরিষ্কার করেন শুভেন্দু।
পরে সাংবাদিকদের বলেন, ‘আমরা যাঁরা সনাতন, যাঁরা ভারতবাসী, তাঁরা সকলে সাফাই করছি। প্রধানমন্ত্রী বলেছেন, সব মন্দিরে সাফাই করুন। শুধু রামমন্দিরে সাফাই করলে হবে না। নন্দীগ্রামে এই মুহূর্তে ১১১টি মন্দিরে সাফাই চলছে।’
অযোধ্যার রামমন্দির উদ্বোধন প্রসঙ্গে বিরোধী দলনেতা বলন, ‘সকলে খুব উত্তেজিত। ৩ লক্ষ হিন্দু শহিদ হয়েছে, ৩ লক্ষ হিন্দুকে খুন করেছে মুঘলরা। শুধু যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল, সে দিনই ১ লক্ষ ৮০ হাজার হিন্দু শহিদ হয়েছিল। বলেন সেকু-মাকুরা কোন দিনও রাম মন্দির করতে দিতো না।নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছিলেন বলেই মন্দির নির্মান হচ্ছে