পূর্ব মেদিনীপুর জেলার পুলশিটা পল্লীশ্রী কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল আজ। এই নির্বাচনে মোট আসন ১২ টি। তৃণমূল আসন দেয় ১২ টি। বিজেপি আসন দেয় ৮ টি আসনে এবং সিপিএম আসন দেয় ৮ টি আসনে। সকাল থেকে ভোট গ্রহণ চলে কড়া নিরাপত্তায়। ভোট গ্রহণের পর ফলাফল এসে দাঁড়ায় তৃণমূল পায় ৭ টি আসন। বিজেপি পায় ৫ টি আসনে। জয়ের পর উল্লাসে মেতে উঠে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সবুজ আবির মেখে ও দলীয় স্লোগান দিয়ে উল্লাসে মেতে ওঠেন। যদিও শাসক দলের দাবি এই নির্বাচনে রাম বাম একসাথে জোট করে লড়ছিলেন কিন্তু তারা পরাস্ত হলেন। যদিও রাম বাম প্রসঙ্গ মানতে নারাজ বিজেপি এবং সিপিএম। বিজেপির অভিযোগ এই সমিতিতে বেছে বেছে তৃণমূলকে সদস্যপদ দেওয়া হয়েছে বিজেপি চাষীদের সদস্যপদ দেওয়া হয়নি।তাই তারা জয়ী হয়েছে। পাল্টা অভিযোগ অস্বীকার শাসকদলের। তাদের দাবি সিপিএম আমল থেকে যত সদস্য রয়েছে এখনো ততই সদস্য রয়েছে। বিজেপি ভোটে হেরে এই ধরনের মিথ্যা অভিযোগ আনছে।