পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির দারুয়া ময়দানে গাজিবাবা উরুশ কমিটির উদ্যোগে কেএন সি এগ্রো লিমিটেডের সহযোগিতায় প্রায় ১২০০দুস্থ অসহায় মানুষকে শীত বস্ত্র প্রদান করা হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক,হলদিয়া উন্নয়ন পর্ষদের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ সভাপতি হাবিবুর রহমান, উরুশ কমিটির পক্ষে ও কাঁথি ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলিম আলি খান, আব্দুর সাত্তার, কাউন্সিলর শেখ সাবুল, মৎস্যজীবী নেতা ও কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল, কেএন সি এগ্রো লিমিটেডের এমডি মিন মিত্র মীর মমরেজ আলী,কেএন সি এগ্রো লিমিটেডের ডাইরেক্টর মীর ইয়ার আলী, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলেম আলী বলেন কে এন সি এগ্রো লিমিটেড এর সহযোগিতায় এই ১২০০জন দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া সম্ভব হল। এই সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর মীন মিত্র মীর মমরেজ আলী প্রতিবছরই এভাবে গাজিবাবা উরুশ কমিটিকে সহযোগিতা করেন। সভাধিপতি উত্তম বারিক কেএমসি এগ্রো লিমিটেডের উদ্যোগকে বলছি প্রশংসা করেন। মিমিত্র মীর মমরেজ আলী বলেন তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন। এভাবে যতদিন পারবেন ততদিন মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। পাশাপাশি প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান প্রশংসা করে সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন।