গান্ধী স্মৃতি প্রদর্শনী ও মেলা দশম দিনে জমে উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে অন্যতম দারুয়া জনক কল্যাণ সংঘ পরিচালিত গান্ধী মেলার দশম দিনে আয়োজন করেছিল ৩৫ ঊর্ধ্ব মহিলাদের ২ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতা। পাশাপাশি সদস্যদেরও হাঁটা প্রতিযোগিতা এবং কবিতা পাঠ তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আয়োজন করেছিল। মহিলাদের হাঁটা প্রতিযোগিতায় প্রায় তিন শতাধিক মহিলা অংশগ্রহণ করে এবং সদস্যদের হাঁটা প্রতিযোগিতায় শতাধিক সদস্য অংশগ্রহণ করে। বিকেলে বসে সাহিত্যের আড্ডা।
আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অঞ্জলি রায়, অমলেন্দু বিকাশ জানা, ইভা মাইতি, এস মহিউদ্দিন, রাজকুমার পন্ডা প্রমূখ। কবিতা পাঠ করেন দিলীপ জানা, দেবাশীষ মিশ্র, প্রণব রায়,মিঠু সিং, পিউলি নন্দ, বেলা খাতুন, বিরাদ মন্ডল, সুনিতা রায় প্রধান,সহ শতাধিক কবি।কবি সম্মেলনে অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস বেরা ও বেলাল উদ্দিন। সন্ধ্যার মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জি বাংলা সা রে গা মা পা এত শুধু সন্ধ্যায় একটু প্রচার সঙ্গীতশিল্পী অর্পিতা চক্রবর্তী কহ অন্যান্য বিশিষ্ট শিল্পীগণ মঞ্চ মাতিয়েছেন।