লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের গোবরাতে তৃণমূলের কিষান ক্ষেতমজুর সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো । সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।
উপস্থিত ছিলেন রামনগর এক ব্লক কিষান খেত মজুর সংগঠনের সভাপতি বিশ্ব রঞ্জন মিশ্র, জেলা পরিষদ সদস্যা শম্পা মহাপাত্র, রামনগরে এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার সহ একাধিক নেতৃত্ব।
Author: ekhansangbad
Post Views: ১০২