পূর্ব মেদিনীপুর জেলার দীঘা মোহনায় গঙ্গোৎসব সাড়ম্বরে শুরু হলো রবিবার রাত্রিতে।মঙ্গলদীপ প্রজ্জালন করে এই উৎসবের শুভ সূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী বাসবানন্দজী মহারাজ। ফিতা কেটে পূজা মন্ডপের উদ্বোধন করেন আয়োজক সংস্থা দীঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি প্রণব কর। উপস্থিত ছিলেন জেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা,রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার, দীঘা ও দীঘা মোহনা থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘটোতোলন হয়। এই উপলক্ষে সকালে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে রবিবার সকালে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শ্যামসুন্দর দাস, সভাপতি প্রণব কর, অন্যতম কর্মকর্তা পিনাকী কর সহ একাধিক কর্মকর্তা গন। সোমবার সকাল থেকে শুরু হয় গঙ্গা মায়ের আরাধনা। এই উপলক্ষে পূজা পাঠ হোম অঞ্জলি গান ইত্যাদি চলে।