বেআইনি ভাবে নদীর পাড় কেটে বালি পাচার করতে গিয়ে নিখোঁজ হল এক যুবক। অভিযুক্তরা কখনও গ্রেফতার হয়।মাঝরাতে বেআইনি পাড় দখল করতে গিয়ে নিখোঁজ ব্যক্তির নাম শিবনাথ ভৌমিক (৪১)।
জানা গেছে সোমবার রাত্রি ১১টা নাগাদ উত্তম ভৌমিক ও শিবনাথ ভৌমিক নামে দুই ব্যক্তি মায়াচরের দিকে বালি কাটতে গিয়েছিলেন। ওই এলাকায় নদীর চড় থেকে বালি বেআইনিভাবে কাটা হয়। সেই কারণে হামেশাই পুলিশের নজরদারি থাকে সেখানে।
এরপর পুলিশের নজর এড়িয়ে রাতে বালি কাটতে গিয়েছিলেন ওই ব্যক্তি বলে অভিযোগ। তবে নদীতে প্রবল স্রোতে শিবনাথ তলিয়ে যান বলে জানা গিয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে উত্তম নৌকো নিয়ে ফিরে আসেন। সকাল থেকে নদীতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ এসে উত্তমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাস্থলে তদারকি করছেন মহিষাদলের থানার পুলিশ।
নিখোঁজ হওয়া শিবরঞ্জন ভৌমিকের বাবা অভিরাম ভৌমিক বলেন, “গত রাতে আমার ছেলে আর একজন দুজনেই মিলে নৌকাকে রূপনারায়ণ নদের জলে ভাসান দিতে গিয়েছিল। তখনই এই ঘটেছে বলে জানতে পেরেছি।”
অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য তথা বিজেপি নেতা রঘুনাথ পন্ডা সাংবাদিকদের মুখোমুখিতে বলেন, “রাতে অনেক নৌকা বেআইনিভাবে রূপনারায়ণের নদের চর থেকে সাদা বালি কাটতে যায়। ভাঁটার সময় এরা কী করতে গিয়েছিল তা পুলিশ বলতে পারবে।”