Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

উই কেয়ার ফাউন্ডেশন র উদ্যোগে থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির।

উই কেয়ার ফাউন্ডেশন র উদ্যোগে থ্যালাসেমিয়া বাহক নির্নয় শিবির অনুষ্ঠিত হলোপূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের চক্রশূল ইন্দ্র নারায়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।কাঁথির থ্যালাসেমিয়া ইউনিট রক্ত সংগ্রহ করেন।পাশাপাশি সচেতনতা শিবির হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ মাইতি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক অমল রাউৎ,দিলীপ জানা, অসীম মন্ডল,উইকার ফাউন্ডেশন এর উজ্জয়িনী ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কাঁথির থ্যালাসেমিয়া ইউনিট র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ প্রসূন ঘোষ ।

বিদ্যালয়ে র সহ প্রধান শিক্ষক অনুপ মাইতি র সহযোগিতা য় নবম,দশম, একাদশ ,দ্বাদশ শ্রেণির ৬০০ জন শিক্ষার্থী র রক্ত সংগ্রহ করা হয়। সংস্থা র পক্ষ থেকে উজ্জয়িনী ব্যানার্জী বলেন থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই সচেতনতা নির্নয় শিবির।

আমরা থ্যালাসেমিয়া মুক্ত শিশু উপহার তুলে দিতে চাই এই পৃথিবীকে।তিনি সহ-প্রধান শিক্ষক অনুপ মাইতি কে এই উদ্যোগে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান। সংস্থা র পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরাক্রম শাসমল ও বুবাই জানা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read