পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর -১ ব্লকের কাকরা গ্রাম পঞ্চায়েতের বরুরভেড়ি নেতাজি স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবির উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী রবীনচন্দ্র মন্ডল,।
উপস্থিত ছিলেন ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা এবং শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সৌরভ কান্তি বের ও আয়োজক সংস্থার কর্মকর্তা বৃন্দ । এই শিবিরে শতাধিক মানুষ রক্তদান করেন বলে জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ১০৪