পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই ব্লকের রিয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের মুরগির বাচ্চা বিতরণকে কেন্দ্র করে বিক্ষোভ সৃষ্টি হল। অভিযোগ নির্দিষ্ট ওজন ছাড়া কম ওজনের মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে। যে বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখা খুব কষ্টসাধ্য ব্যাপার। এই নিয়ে উপভোক্তারা বিক্ষোভ দেখায়। মুরগির বাচ্চার গাড়ি এলে আটকে রেখে বিক্ষোভ দেখায়।
খবর পেয়ে ব্লক প্রাণিসম্পদ আধিকারিক মুরগি বাচ্চা বিতরণ বন্ধ রাখেন। পরে এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ব্লক প্রাণীসম্পদ কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখায় এবং নির্দিষ্ট ওজনের বাচ্চা প্রদানের জন্য দাবি জানায়। মঙ্গলবার ব্লক প্রাণী সম্পদ আধিকারিক জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হবে এবং নির্দিষ্ট ওজনের মুরগি বাচ্চা দেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Author: ekhansangbad
Post Views: ১১২