পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় ফের শ্রমিক অসন্তোষ শুরু হলো একটি ডিটারজেন্ট কারখানায়। শ্রমিকদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেতন পরিকাঠামোর চুক্তি করছে না কর্তৃপক্ষ। গতকাল বুধবার শ্রমিকদের অন্ধকারে রেখে সিওডি চুক্তি সম্পূর্ণ করেছে। যাতে শ্রমিকরা সন্তুষ্ট নয়। হিন্দুস্তান ইউনিভার শিল্প সংস্থার শ্রমিকদের অভিযোগ দশ বছরের ও বেশী কাজ করে মাত্র ১৩৪০০/- টাকা বেতন পায়। যা দিয়ে শ্রমিকদের সংসার চালানো কষ্টসাধ্য হয়ে উঠেছে। সেই কারণে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভ দেখায়। দাবি নতুন চুক্তি বাতিল করে শ্রমিক সংগঠনের কর্মকর্তাদের রেখে নতুন বেতন পরিকাঠামো তৈরির।
শ্রমিক বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। তিনি বলেন এই শিল্প সংস্থা দীর্ঘদিন শ্রমিকদের বঞ্চিত করে যাচ্ছে। তার জন্য শ্রমিকদের হয়ে তিনি শিল্প সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং জেলাশাসকের কাছে আবেদন জানিয়েছেন। জেলাশাসক সময় দিলেই শ্রমিকদের নিয়ে বৈঠক হবে। শ্রমিকদের স্বার্থে তিনি শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন।