সকাল সকাল মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য চন্ডিপুরের মাতঙ্গিনী ব্রীজ ঘাট এলাকায়। জানাগিয়েছে, গত ১৪ জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে। চলবে আগামী ২১ জানুয়ারি অবধি। তারই মাঝে শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গহনা ও প্রণামি বাক্স চুরি করার ঘটনা ঘটে। বেলার দিকে স্থামীয়রা দেখতে পায় মন্দিরের কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামি বাক্স এবং মন্দিরে মায়ের পরনে থাকা গহনা নেই। মায়ের গলায় যে টাকার মালা ছিলো তাও নিয়ে পালিয়েছে চোরের দল। কিছু টাকা পেলে পালিয়েছে।
মেলা চলাকালিন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কমিটির সহ সভাপতি নন্দন জানা জানান, মেলা চলাকালিন এই ধরনের চুরির ঘটনা মেনে নেওয়া যায় না। এটা প্রশাসন ও কমিটির ব্যার্থতা। স্থানীয় প্রশাসনের নজরে বিষয়টি এনেছি। দ্রুত ঘটনার সমাধানের আবেদন জানিয়েছি। চন্ডিপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। গহনা, টাকার মালা ও প্রণামি বাক্স সহ মোট কয়েক হাজার টাকার চুরির ঘটনা ঘটেছে।।