পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার পৌর প্রধানের পদ থেকে তাকে অবৈধভাবে সরিয়ে দেওয়ার অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতের দ্বারাস্ত হলেন পৌর প্রধান সুবল কুমার মান্না। আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে অমৃতা সিনহার বেঞ্চে মামলা দায়ের করেন সুবল মান্না।
জানা গেছে মামলাটি আদালত গ্রহণ করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে হাইকোর্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য কাঁথির পৌর প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য পৌরসভার ১৬ জন তৃনমূল কাউন্সিলর ঐক্যবদ্ধ হয়ে অনাস্থা আনেন। এই অনাস্থা বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বলে সূত্রের খবর।
শুধু তাই নয় এর আগে সুবলকে পৌর প্রধানের পদ থেকে সরে যাওয়ার জন্য দল নাকি নির্দেশ দিয়েছিল। তিনি সেই নির্দেশ অমান্য করেছে। তারপরে তৃনমূলের কাউন্সিলাররা জোট বদ্ধ হয়ে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় পৌরসভায়। তারপরেও পৌরপ্রধান অনাস্থা মিটিং ডাকেনি। নিয়ম অনুযায়ী উপ- পৌরপ্রধান সুপ্রকাশ গিরি অনাস্থা প্রস্তাব এর পক্ষে মিটিং ডাকতে পারে।তিনি সেই মিটিং ডেকেছেন .সুপ্রকাশের ডাকা মিটিং অবৈধ বলে চ্যালেঞ্জ করে আদালতে গেছেন সুবল্মান্না। তার দাবি অবৈধভাবে ষড়যন্ত্র করে তাকে সরানোর চক্রান্ত চলছে।ফলে সোমবার আদালত কি রায় দেয় সেই দিকে তাকিয়ে কাঁথির মানুষ।