পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ১নং ব্লকের কলাগেছিয়া পশ্চিম পল্লী মিলন সংঘের ব্যবস্থাপনায় কলাগেছিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে,অজয়া সর্বোদয় পরিচালিত কে.এল রাহা সেবা সদন এবং কলাগেছিয়া গ্রাম্য কমিটির সহযোগিতায় বিনা ব্যয়ে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো।
মিলন সংঘের প্রাক্তন সভাপতি মহাদেব মণ্ডল জাতীয় পতাকা এবং মিলন সংঘের বর্তমান সভাপতি ডাঃ দেবীরঞ্জন সনবিঘ্ন সংঘের পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
উপস্থিত ছিলেন অমল কুমার মিশ্র,পঞ্চায়েত সদস্যা সিতু রানী সাউ,কলাগেছিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক ইয়াসিন,পঞ্চায়েত দুলাল মাইতি, খেজুরী প্রেস ক্লাবের কর্মকর্তা দুর্গা দাস, প্রগতি পরিষদের সম্পাদক সত্যব্রত মিশ্র প্রমুখ। শিবিরে মোট ১৭১ জনের চক্ষু এবং ৯২ জনের দন্ত পরীক্ষা করা হয়।
Author: ekhansangbad
Post Views: ১৩৭