আজ পূর্ব মেদিনীপুর শিক্ষক অশিক্ষক পেনসনার্স ওয়েলফেয়ার এসোশিয়েসন এর বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় তেঁতুলবাড়ী যতীন্দ্র নারায়ণ বিদ্যামন্দির এর সভাগৃহে।সভাপতিত্ব করেন সমিতির সভাপতি নগেন্দ্রনাথ পড়িয়া।অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মন্মথনাথ দাস,কাঁথি মহকুমা শাখার সভাপতি অমলেন্দুবিকাশ জানা, সম্পাদক কৃষ্ণপদ পঞ্চধ্যায়ী,কৌস্তুকান্তি মাইতি,ঘনশ্যামগিরি,পার্থসারথি দাশ প্রমুখ।উপস্থিত ছিলেন সহ সভাপতি বৃন্দাবন দাস অধিকারী,বিবুধরঞ্জন আচার্য ,ড প্রবালকান্তি হাজরা, নিত্যরঞ্জন করণ, মহীতোষ বেরা,বলাইচন্দ্র দোলই, পরিতোষ খাটুয়া,অমল গোল,রাজবালা খাটুয়া,আনন্দবর্ধন বারিক, মৌসুমী মাইতি সহ প্রায় দেড় শতাধিক প্রতিনিধি।
অনুষ্ঠানে জাতীয় পতাকা ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলন ও বিদ্যালয়ে প্রতিষ্ঠিত মনীষীদের মর্মর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠান এর কাজ আরম্ভ হয।বার্ষিক প্রতিবেদন পাঠকরেন সম্পাদক শক্তিপদ মান্না মহাশয়। অডিট রিপোর্ট পাঠ করেন সহ সভাপতি স্বপনকুমার মণ্ডল । সভায় স্মরণিকা প্রকাশিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অন্যতম সহ সভাপতি স্বপনকুমার মণ্ডল। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি। শেষে প্রীতিভোজের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।