ইন্দ্রজিৎ আইচ :- শিশু কিশোর একাডেমী র উদ্যোগে
আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দশম কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। আগামী
২৫ জানুয়ারি নন্দন এক এ বিকেল ৫ টায় এই উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , মন্ত্রী ইন্দ্রনীল সেন,
চিত্র পরিচালক সন্দীপ রায়, শিশুকিশোর একাডেমির প্রধান
অর্পিতা ঘোষ, উংকিতা খাওয়াস। সম্প্রতি অবনীন্দ্র সভাঘরে এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন জানালেন মোট তিরিশ টা দেশের ১১১ টা ছবি দেখানো হবে। নন্দন এক, দুই, তিন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, চলচ্চিত্র
শতবর্ষ ভবন ও রবীন্দ্র তীর্থ তে এই ছবি গুলো দেখানো হবে। এবার উদ্বোধনী ছবি দেখানো হবে গুরাস।
পরিচালক হলেন সৌরভ রাই। শিশু কিশোর একাডেমী র প্রধান অর্পিতা ঘোষ জানালেন প্রতিটা হলে এই ছবি গুলো দেখানো হবে ১২ টায়, ৩ টে এবং ৬ টায়। শিশু চলচ্চিত্র উৎসবে ঢুকতে গেলে কোনো টিকিট কাটতে হবে না। শুধু ছোটদের জন্যে থাকছে ডেলিগেট কার্ডের ব্যাবস্থা। দেখানো হবে মৃণাল সেন, তপন সিনহা র ছোটদের ছবি।সব মিলিয়ে জমে উঠবে ছোটদের এই চলচ্চিত্র উৎসব। সাংবাদিক
সন্মেলনে উপস্থিত ছিলেন নন্দনের সি ই ও শর্মিষ্ঠা ব্যানার্জী, সচিব
কৌস্তুভ তরফদার।