আসামে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর উপর বিজেপি আশ্রিত গুন্ডাদের হামলার প্রতিবাদে এগরা ১নং ও ২নং ব্লক কংগ্রেসের উদ্যোগে এগরা শহরে প্রতিবাদ মিছিল হয়।
মিছিলে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস করমহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, সম্পাদক মিন্টু দাস, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আলপনা পট্টনায়ক, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা, এগরা ২নং ব্লক কংগ্রেসের সভাপতি চন্দন মাইতি, এগরা শহর কংগ্রেসের সভাপতি অশোক মহাপাত্র প্রমূখ।
Author: ekhansangbad
Post Views: ১১৩