পূর্ব মেদিনীপুর ডায়নামিক যোগ এসোসিয়েশন, ত্রিশক্তি ব্যয়ামাগার এবং গোবর্ধনপুর সমাজ কল্যান সংঘের যৌথ ব্যবস্থাপনায় আজ ২৩ শে জানুয়ারি গোবর্ধনপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত হলো আন্ত: ক্লাব যোগাসন প্রতিযোগিতা। এদিন সকাল থেকে শুরু হয় এই যোগাসন প্রতিযোগিতা। প্রায় ৩০০ প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশ নেয় এই প্রতিযোগিতায়।
কোলাঘাট ও পাঁশকুড়া ব্লক এলাকা থেকে একাধিক প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। এই যোগাসন প্রতিযোগিতা দেখবার জন্য ভিড় জমিয়ে ছিলেন এলাকার অসংখ্য মানুষজন। এদিন প্রত্যেক প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।।
Author: ekhansangbad
Post Views: ১২৬