Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবড়া নিউ ডায়মন্ড ক্লাবের উদ্যোগে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হলো দাঁতনে।

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের সাবড়া নিউ ডায়মন্ড ক্লাবের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই হা-ডু-ডু খেলা শুরু হল। আয়োজকদের সুত্রে জানা গেছে এটি বিশাল বড়ো মাপের হা-ডু-ডু প্রতিযোগিতা।

একদিনের দিনরাত হা-ডু-ডু প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল যোগ দিয়েছে। এদিন সাবড়ায় আয়োজিত হা-ডু-ডু প্রতিযোগিতার উদ্বোধন করেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান।

তিনি জানিয়েছেন, খেলাধূলার মাধ্যমে শরীরচর্চার বিকাশ ঘটে। তাই এলাকার যুবকদের আরও উৎসাহিত করতে হবে। আয়োজক সংস্থার প্রধান উদ্যোক্তা তথা দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শেখ ইপ্তেকার আলি জানিয়েছেন, বৃষ্টির মধ্যেও খেলা হবে।রাজ্যের বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল খেলায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স দলকে যথাক্রমে নগদ ৩৫ হাজার এবং ২৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হবে।

উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী, ব্লক যুব তৃণমূল সভাপতি বিপ্লব বেরা, সাবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মীর সুরজ, জেলা পরিষদের সদস্য খইরুল বসার খান, ব্লক স্বাস্থ্য আধিকারিক নিলয় কুমার দাস প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read