Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেপাল আজাদ হিন্দ ক্লাবের আয়োজনে মহাসমারোহে নেতাজি মেলার শুভ উদ্বোধন।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর-২ ব্লকের দেপাল পঞ্চায়েতের দেপাল আজাদ হিন্দ ক্লাবের আয়োজনে মহা সমারোহে ১০ ম নেতাজী মেলার শুভ উদ্বোধন হলো। এই মেলার শুভ উদ্বোধনের পূর্বে আজ সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পতাকা উত্তোলন করে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বাস স্ট্যান্ড থেকে দেপাল হাট এবং দেপাল হাট থেকে গিরি মোড় ও সর্বশেষ মেলা প্রাঙ্গনে শেষ হয়। এই শোভা যাত্রায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতিক বিভাগ থেকে আগত শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান করা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক রঞ্জন পাত্র, কার্যকরী সভাপতি অনিল মাইতি, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, শিক্ষক দিল বাহার আলি শাহা,রামনগর দুই পঞ্চায়েত সমিতির প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ ও শিক্ষক সৌমেন গিরি সহ আরো অনেকে।



শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মেলার শুভ সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিক, অংশগ্রহণে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি, রামনগর ২ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুস্মিতা সর পাত্র এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিগণ।

এই মেলা ২৩ জানুয়ারি থেকে ৩১ শা জানুয়ারি পর্যন্ত চলবে ৯ দিন ধরে। এই মেলায় প্রত্যেকদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা, সংগীত সহ সংস্কৃতিক প্রতিযোগিতা, রোড রেস, সহ বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read