প্রদীপ কুমার সিংহ :- ন্যাশনাল গার্লস চাইল্ড ডে পালিত হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তগত বারুইপুর ফুলতলা তিন নম্বর গেটের পাশে সমাজ উন্নয়ন কেন্দ্রের গার্লস চাইল্ড ডে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ উন্নয়ন কেন্দ্রের পরিচালনায় তাদের অফিসে এটি পালিত হয়।মিস মল্লিকা দাস গার্লস এন্ড ওম্যানস ডিজেবেবিলিটি সংস্থার সদস্য, মিস্টার জয় শংকর ক্যারিয়ার গাইডেন্সের এডভোকেট অর্চনা ঘোষ মন্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আর এন ট্যাগোর হাসপাতালের ৬০ জন নার্স তিনি ছাত্রীরা এবং আই সি ডি এস এর ১৫ জন মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা হয় আগামী দিন মেয়েরা কিভাবে নিজেকে সমাজের সুন্দর ভাবে নিয়ে যেতে পারবে মেয়েদের শিক্ষা, দীক্ষা, শরীর,, মন প্রভৃতি কেমন হবে তা নিয়ে সচেতন মূলক অনুষ্ঠান হয়।আগামী দিনের মহিলারা স্বাস্থ্য,শিক্ষা, কর্ম জগতের এবং নিজেদের শরীর গঠন কেমন করে গঠন করবে তা নিয়ে আলোচনা করেন জয় শংকর বাবু।