তামাকের বিষ থেকে মুক্ত নয় ছাত্র-ছাত্রীরাও। স্কুল-কলেজের পড়ুয়াদের একাংশ অল্পবয়সেই তামাকে আসক্ত হয়ে পড়ছে। বিপদ বাড়ছে পরোক্ষ ধূমপানেও। এই কারণে নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অন্তর্গত খড়িপুকুরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু এবং আধিকারিকরা বৃহস্পতিবার বিকেলে কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের ছাত্রদের মধ্যে তামাক সচেতনতা শিবিরের আয়োজন করেন। তামাকজনিত রোগসমূহ আলোচনার পাশাপাশি ধূমপানে ঠিক কী কী বিপদ হতে পারে সেবিষয়ে আলোকপাত করেন মেডিক্যাল অফিসার জয়ন্তী মন্ডল, সুমিত মহাপাত্র, পারমিতা সামন্ত, মঞ্জু পতি প্রমুখ।
শতাধিক ছাত্র এই শিবিরে অংশগ্রহণ করে। আলোচনাসভার শেষ পর্বে আয়োজিত ক্যুইজে জানানো হলো তামাকের কুফল। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কর, অশোক বর্মন, রাজশেখর মন্ডল প্রমুখ। সমগ্ৰ কর্মসূচী সঞ্চালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি।