পূর্ব মেদিনীপুর জেলা তমলুকে রেগুলেটেড মার্কেটি কমপ্লেক্স এর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনায় বসলেন রেগুলেটেড মার্কেটিং সংস্থার সেক্রেটারি।
এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর তথা শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাড়া, তমলুক শহর আইএনটিটিইউসির সভাপতি পঞ্চানন খামরুই, সুজিত প্রধান, পিন্টু ঘোড়ুই প্রমুখ। মার্কেট কমপ্লেক্সের জায়গা সংকুলান, পানীয় জল, শৌচালয় সহ একাধিক সমস্যা নিয়ে আলোচনা হয়। বিষয়গুলি বিবেচনার আশ্বাস দেন রেগুলেটিং মার্কেট সংস্থার সেক্রেটারি।
Author: ekhansangbad
Post Views: ৮৬