অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন শহর দিঘাতে। বুধবার সকালে দীঘা মোহনা বাসস্ট্যান্ডে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের ধারে সংগাহীন অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় মানুষজন। বহু ভাবে ডাকাডাকি করলেও ছাড়া পাওয়া যায়নি। পুলিশের খবর দিলে। পুলিশ এসে তাকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ যুবকের পরিচয় উদ্ধার এবং মৃত্যুর কারণ। এই ঘটনাকে ঘিরে দীঘা শহর জুড়ে চাঞ্চল সৃষ্টি হয়েছে। জল্পনা শুরু হয়েছে এই যুবক পর্যটক হতে পারে। তাকে মেরে ফেলে দিয়ে যেতে পারে দুকৃতকারীরা বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
Author: ekhansangbad
Post Views: ৮০