প্রজাতন্ত্র দিবসের দিনে এক্তারপুর কল্পতরু সংঘের উদ্যোগে বিগত কয়েক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির ও চারাগাছ বিতরণ অনুষ্ঠান হয়৷ সভাপতিত্ব করেন কবি অজিত কুমার জানা৷ অতিথি ছিলেন কবি গোকুল ভূ্ঁঞ্যা, সমরেশ সুবোধ পড়িয়া, অনিলকুমার সাহু, সমীর প্রধান, স্বপন কুমার প্রধান, বিবেকানন্দ শাসমল, মিতা সাহু মাইতি, সবিতা মান্না, অমিত্রসূদন কুন্ডু, বিশ্বজিৎ করণ, অরিন্দম নায়ক, সন্দীপ জানা, মুকুল জানা, সুজাতা পাত্র, সুনীল দাস, বিজন জানা, বিবেকানন্দ শাসমল, ডাঃ তরুণ সিনহা, প্রতিমা চক্রবর্তী ও সুস্মিতা জানা ও ডাঃ শ্যামলকুমার মাইতি প্রমুখ গুণীব্যক্তিবর্গ৷ উপস্থিত অতিথিবর্গ রক্তদান মহাদান, প্রজাতন্ত্র দিবস, চারাগাছ প্রদান এবং এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কল্পতরু সংঘের সকল সদস্য-সদস্যাদের, মহান রক্তদাতাদের এবং তমলুক জেলা ব্লাডব্যাংকের ডাক্তারবাবু ও সহকর্মী সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷
গত কয়েকবছর কল্পতরু সংঘের উদ্যোগে যে শতশত রক্তদাতা রক্তদান করেছিলেন তাঁদের নামের তালিকা ও সাহায্যদাতাদের নামের তালিকা প্রকাশ করা হয়৷ এবছরও গতবছরের তুলনায় রক্তদাতাদের তালিকা দীর্ঘ হবে এই আশা করছেন উদ্যোগী সংঘের কর্মকর্তাগণ৷ সংঘের পক্ষ থেকে সভাপতি সুদীপ শীল ও সম্পাদক নিমাই কামিলা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রী শ্যামাপদ রাণা মহোদয়৷