জাতীয় পতাকা উত্তোলন, শহীদবেদীতে মাল্যদান, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্বগাঁথা বর্ণনা এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় বীরবীরাঙ্গণাদের ট্যাবলো সহকারে হেঁড়িয়া সরস্বতী বিদ্যানিকেতনে সাড়ম্বরে উদযাপিত হলো ভারতবর্ষের ৭৫তম প্রজাতন্ত্র দিবস৷ সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মিলন কুমার গুড়্যা ৷ উপস্থিত ছিলেন প্রধান অতিথি কবি সমরেশ সুবোধ পড়িয়া, প্রধান শিক্ষক অরূপ প্রধান, শিক্ষক তপন কুমার জানা, অরিন্দম গুড়িয়া, সংগীতা গুড়িয়া, শুভ্রা জানা, সংগীতা বেরা, মধুমিতা জানা, শান্তিপদ প্রধান, সৌমেন কুমার সাহু প্রমুখ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দা, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রীরা৷
অনুষ্ঠানে অতিথিগণ শহীদবেদীতে পুষ্পার্ঘ্য প্রদান করে প্রজাতন্ত্র দিবসে দেশ গঠনে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকর ও সকল সংগ্রামীদের প্রতি হৃদয়ের গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ শোভাযাত্রা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক অরূপ প্রধান এবং তপনকুমার জানা ৷ সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিদ্যালয়ের সম্পাদক মিলন কুমার গুড়িয়া ৷