কেকা মিত্র :- শনিবার গিরিশ মঞ্চে সন্ধায় মঞ্চস্থ হলো ষড়ভুজ এর নতুন দুটি নাটক সুজন হরবোলা ও বাঘ বন্দী খেলা।এইদিন মঞ্চস্থ হয় নৃত্যলোক এর প্রযোজনায় মঞ্চস্থ হয় সুজন হরবোলা। কাহিনী
সত্যজিৎ রায়। এই নাটকটি নির্দেশনায় ছিলেন সুতপা আওন
প্রধান ও তরুণ প্রধান, সঙ্গীত পরিচালনায় ছিলেন অনিতা মৃধা। এক ঘণ্টার এই নাটকটি সংক্ষেপে হলো,এক গ্রামের ছেলে সুজন। যার লেখাপড়ায় তেমন মন নেই। কিন্ত সে নানা রকম পশুপাখীর ডাক ডাকতে পারে।আর সেই কারনেই আজবপুরের জমিদার তাকে নিয়ে যায় হরবোলার ডাক শোনার জন্যে। তার একমাত্র কন্যা পাখির ডাক শুনতে ভালোবাসে। কিন্তু সেই রাজার রাজ্যে এক রাখ্যোস থাকে। সে সব পাখি কে খেয়ে নেয়। শেষমেশ সেই সুজন কি করে সেই নিয়ে এক অনবদ্য নাটক মঞ্চস্থ হয়। ছোটরা দারুন অভিনয় করে।
পরের নাটকটি ছিলো ষড়ভুজ এর বাঘ বন্দী খেলা।এই নাটকের
কাহিনী অনির্বাণ সরকারের। নাট্য রচনা সুপ্রিয় সুর। সংক্ষেপে গল্পটির সারমর্ম হলো বর্তমান সমাজ ব্যবস্থা, জাত,ধর্ম, নগ্ন রাজনীতি থেকে সার্থপরতা সব নিয়েই এই নাটক। বনের রাজা দক্ষিণ রায় অর্থাৎ বাঘ মামা যেমন বন্য সমাজে একা আধিপত্য কায়েম করতে চায় তেমন বন্য সমাজের এই প্রতি ফলন মানব সমাজে সেই একই ভাবে প্রভাব ফেলেছে। কারণ আমরা অনুকরণে বিশ্বাসী। অনুসরণে নয়। সব মিলিয়ে এক ঘণ্টার এই নতুন নাটক “বাঘ বন্দী খেলা ” ।
বিশ্বজিত হাজরা র আলো এই নাটকে যথাযথ। সব মিলিয়ে তরুণ প্রধানের নির্দেশনায় এই নাটক সকল দর্শকদের নজর কাড়বে বলে আমার বিশ্বাস।