ইন্দ্রজিৎ আইচ :- গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন । গত ২৩ শে জানুয়ারি ২০২৪ গোবরডাঙ্গা নাবিকনাট্যম পালন করলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মজয়ন্তী । নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন দলের সম্পাদক মাননীয় অনিল কুমার মুখার্জি এবং জাতীয় পতাকা উত্তোলন করেন দলের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা।
উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা নাবিক নাট্যম এর সকল কোন সদস্য ও সদস্যরা এবং কুশিলবেরা। দলের অন্যতম প্রতিষ্ঠাতা প্রদীপ কুমার সাহা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন দর্শন নিয়ে সংক্ষিপ্ত ভাষণ দেন। দলের সভাপতি শ্রাবণী সাহার নেতৃত্বে একটি পদযাত্রা হয়, এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরা । এই উপলক্ষে গোবরডাঙ্গা নাবিকনাট্যমের মহলা কক্ষে দলের সদস্য এবং সদস্যরা সমাবেত সঙ্গীত, কবিতা এবং নাচের অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয়।