কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় যথা মর্যাদায় প্রজাতন্ত্র দিবস সিএসএসএ মাঠে পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার সাধারণ সম্পাদক তথা কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান বলাগেড়িয়া সেন্ট্রাল অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মননীয় সুপ্রকাশ গিরি মহাশয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, ঘোড়াঘাটা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য সুবলচন্দ্র জানা, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কার্যকরী কমিটির সদস্য গোলকচন্দ্র বিশ্বাস, মলয় মাইতি এবং ক্রিকেট কোচিং সেন্টারের ছাত্র ও অভিভাবক বৃন্দ। সেই সংগে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে কোচিং সেন্টার কে আধুনিক করন করার জন্যে অ্যাশট্রো টার্ফ এর উদ্ধোধন করা উদ্ধোধন করেন অ্যাশট্রো টার্ফ দাতা ঘোড়াঘাটা হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুবল চন্দ জানা এই আধুনিক অ্যাশট্রো টার্ফ পেয়ে কচি কাঁচারা খুশিতে মেতে উঠে।