পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের পাঁউশি অন্ত্যেদয় আশ্রমের চার কন্যা সহ নয় কন্যার শনিবার শুভ পরিণয় হল। শুক্রবার অন্ত্যোদয় অনাথ আশ্রমের নয় কন্যার আইবুড়ো ভাত, আশীর্বাদ, গায়ে হলুদ,মেহেন্দী আর সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আশ্রম কর্ণধার বলরাম করণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ভগবানপুর -২ ব্লকের বিডিও নৃপেণ বিশ্বাস, ভগবানপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী গিরি, পূর্ব মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ আধিকারিক সুদীপ্ত বিশ্বাস, ইউনিসেফের জেলা কো- অর্ডিনেটর মৃণাল কান্তি ভট্টাচার্য ও জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া প্রমুখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপস্থিত সকলে নয় কন্যাকে আশীর্বাদ করেন ও তাঁদের আনন্দময় ভবিষ্যৎ জীবন কামনা করেন।
এর আগে বলরামবাবু নিজের তিন কন্যা সহ আশ্রমের ও স্থানীয় গ্রামের চল্লিশ জন কন্যার গণ বিবাহ দিয়েছেন। আশ্রমিক কন্যাদের গণ বিবাহ অনুষ্ঠান কে সফল করতে সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট উদ্যোগপতি ভি কে ভান্ডারী ও তাঁর সংস্থা সুপারট্রন ফাউন্ডেশন। নয় কন্যাকে পাত্রস্থ করতে আসবাবপত্র,আলমারি ইত্যাদি দান সামগ্রী সহ নব দম্পতি কে বিভিন্ন সোনার গয়না উপহার দেওয়া হয়েছে। শনিবার রাতে কলকাতার চক্রবেড়িয়াতে গণ বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।