ওস্তাদ রশিদ খানজীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে কাঁথি টাউন হলে । শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করেছিল কাঁথি শাস্ত্রীয় সংগীত শিল্পী গন।
এদিন প্রদীপ প্রজ্বলন ও রাশিদ খানজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন ও মাল্য দান করেন বিশিষ্ট সমাজসেবী ও কাঁথি শ্রীরামকৃষ্ণ সারদাশ্রম এর সম্পাদক তপন কুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট তবলা বাদক ডঃ চিত্তরঞ্জন মাইতি, স্বপন মাইতি, জয়ন্ত বর, সহ একাধিক শাস্ত্রীয় সংগীত শিল্পী। শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে রশিদজীকে শ্রদ্ধা জানানো হয়।
Author: ekhansangbad
Post Views: ১২৩