স্মার্ট প্রিপেইড মিটার বাতিলের দাবীতে ও ক্ষুদ্রশিল্পের বিদ্যুৎ গ্রাহকদের বিদ্যুৎ এর অস্বাভাবিক রেটবৃদ্ধির প্রতিবাদে আজ ক্ষুদ্রশিল্প ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে গ্রাহকদের বিক্ষোভ মিছিল ও নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অল বেঙ্গল ইলেক্ট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে জেলা বিদ্যুৎ দপ্তরের প্রধান কার্যালয় বিজলী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচীতে সামিল হন গ্রাহকেরা। এছাড়াও পাঁশকুড়া,কোলাঘাট,চৈতন্যপুর,মহিষাদল প্রভৃতি স্থানে ক্ষুদ্র শিল্পের গ্রাহকেরা ধর্মঘটে সামিল হওয়ার পাশাপাশি মিছিল ও পথসভা করেন।
সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতা প্রদীপ দাস ও নারায়ন চন্দ্র নায়ক বলেন,স্মার্ট প্রিপেড মিটার ও টিওডি সিস্টেম বাতিল, বর্ধিত ফিক্সড ও মিনিমাম চার্জ প্রত্যাহার সহ বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন দাবিতে অ্যাবেকার পক্ষ থেকে আজ ৩০ জানুয়ারী ২৪ ঘন্টার ক্ষুদ্রশিল্পে ধর্মঘট ডাকা হয়েছে।
ওই ধর্মঘট সফল করার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যুৎ গ্রাহকেরা তমলুকে বিজলী ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন ও জেলার বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারের গেটে বা ব্লকের গঞ্জগুলিতে বিক্ষোভ সভা ও নকল স্মার্ট প্রিপেইড মিটার পুড়িয়ে গ্রাহকেরা প্রতিবাদ জানান।