পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত পটাশপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস উদযাপন ও তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পিযূষ পন্ডা, কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী রিজিয়া বিবি,কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক দুর্গাপদ পাহাড়ী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য মৃনাল কান্তি দাস, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য গোলকেশ নন্দ গোস্বামী, পটাশপুর দুই ব্লক তৃণমূলের সভাপতি মানস রায়, পটাশপুর ২ ব্লক তৃণমূলের সহ-সভাপতি অপরেশ সাঁতরা, ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
লোকসভা নির্বাচন পাখির চোখ করে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই সম্মেলন। কর্মীদের এক কাটা হয়ে নির্বাচনের লড়াই করার আহ্বান জানানো হয়।