Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সামাজিক কর্মসূচি।

মেদিনীপুর শহরের বিদ‍্যাসাগর স্মৃতিত মন্দিরে মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের উদ‍্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার ৪৩ টি বিদ্যালয়ের মাধ্যমিক বিভাগে পাঠরত ১৬০ জন আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় পাঠ‍্যপুস্তক ও পাঠ‍্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি ঝাড়গ্রামের ক‍‍্যানসার আক্রান্ত এক দরিদ্র ব্যাক্তির চিকিৎসার জন‍্য দশ হাজার টাকা সহযোগিতা করা হয়।৩৫০ জনেরও অধিক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের মেদিনীপুর শাখার অধ্যক্ষ স্বামী মিলনানন্দজী মহারাজ। বিশিষ্ট সংগীতশিল্পী রথীন দাসের উদ্বোধনী সংগীত ও সহদেব শীটের নেতৃত্বে সমবেত কন্ঠে স্বামীজীর স্বদেশ মন্ত্র উচ্চারণ সভার পরিবেশকে এক বিশেষ উচ্চতায় পৌঁছে দেয়। ফোরামের সম্পাদক নিত‍্যানন্দ পন্ডা সভায় উপস্থিত অতিথি,ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ, শিক্ষকগন সংবাদ মাধ্যমর প্রতিনিধি, শুভানুধ্যায়ী ও ফোরামের সদস‍্যদের পরিবারবর্গকে স্বাগত জানান । তিনি বিগত বৎসরে ফোরামের কার্যাবলীর উল্লেখ করেন এবং ছাত্রছাত্রী দের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।
স্বামী মিলনাননদজী মহারাজ তাঁর উদ্বোধনী ভাষনে ছাত্র ছাত্রীদের ভালো ভাবে পড়াশুনা করে ও স্বামীজীর ভাবাদর্শকে গ্রহন করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার উপদেশ দেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরপ্রধান সৌমেন খান, মদন মোহন মাইতি, সত‍্যরঞ্জন ঘোষ,ডঃ মধুপ দে,ডঃ বিবেকানন্দ চক্রবর্তী,ডাঃ হৃষীকেশ দে,ডাঃ সুদীপ চৌধুরী, প্রনব চক্রবর্তী, প্রনব দুবে,প্রসেনজিৎ সাহা, আনন্দ গোপাল মাইতি,চন্দন বসু সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিবৃন্দ ছাত্র ছাত্রীদের ভালো ভাবে পড়াশুনা করার জন‍্য উৎসাহিত করেন ও ফোরামের ধারাবাহিকভাবে গৃহীত এই উদ‍্যোগ সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এদিনের অনুষ্ঠানে ফোরামের বার্ষিক পত্রিকা ‘ প্রয়াস ‘ এর আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। ফোরামের সভাপতি সত‍্যব্রত রায়, সহ সভাপতি গোষ্ঠ বিহারী দাস,দুই সহ সম্পাদক সুব্রত রায় ও নিমাই চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ শক্তি পদ মাইতি সহ পরিচালন কমিটির সকল সদস‍্যগন সহ প্রায় চল্লিশ জনেরও বেশী সদস‍্য এই অপুষ্ঠানটিকে সাফল‍্য মন্ডিত করার জন‍্য সক্রিয় ভাবে সচেষ্ট ছিলেন।ফোরামের সহ-সভাপতি অশোক চক্রবর্তী সুন্দর ভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করে সকলের প্রশংসা অর্জন করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read