নামেই পুরসভা, এখনো রয়েছে প্রত্যন্ত গ্রামের ছোঁয়া। রাস্তা ঘাট, নিকাশি ব্যবস্থা সব কিছুই পুরোপুরি বেহাল। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত এগরা পুরসভায় বিগত প্রায় ২ বছরেও উন্নয়নের কোনো বলাই নাই। তাই ক্ষোভে ফুসছে পুরবাসী। উন্নয়ন কেন হয়নি – এই দাবির ভিত্তিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো গেরুয়া শিবির। মঙ্গলবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল এগরা নগর বিজেপি। এদিন এগরা শহরের ত্রিকোণ পার্কের সামনে প্রায় ৩০ মিনিট রাস্তা অবরোধ বিক্ষোভ দেখালো বিজেপির নেতা কর্মী ও সমর্থকেরা। এদিনের বিক্ষোভ মিছিলে শহরে বহু সাধারণ মানুষও প্রতিবাদে সোচ্চর হন। এই ঘটনার জেরে এগরা শহরে ব্যাপক জানজটের সৃষ্টি হয়। অবশেষে এগরা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতি জানিয়েছেন প্রায় ২ বছর কেটে গেলেও শহরে কোনো উন্নয়ন হয়নি। ১৪ টি ওয়ার্ডেই রাস্তা ঘাট বেহাল পাশাপাশি নিকাশি ব্যবস্থা ও খুবই খারাপ। বর্ষা হলেই বিভিন্ন ওয়ার্ডে রাস্তা ঘাটের উপর দিয়ে যাতায়াত অযোগ্য হয়ে ওঠে। অবিলম্বে সমস্যার সুরাহা না হলে আগামীদিনে আমারা বৃহত্তর আন্দোলনে নামবো। তবে এগরার প্রাক্তন পুরপ্রধান ও বিজেপি নেতা শঙ্কর বেরা অবশ্য জানিয়েছেন যে পঞ্চদশ অর্থ কমিশনে বরাদ্দ টাকা নয় ছয় করেছে এগরা পুরসভা। পাশাপাশি সমস্ত খাতে এগরা পুরসভাতে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। অবিলম্বে যদি পুরপ্রধান আমাদের হিসেব না দেখান তাহলে আগামী দিনে আমারা পুরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হব।
তবে বিজেপিকে অবশ্য গুরুত্ব দিতে নরাজ এগরা পুরসভার তৃণমূলের পুরপ্রাধান স্বপন কুমার নায়ক। তিনি জানিয়েছেন, এগরা পুরসভার সমস্ত রাস্তাঘাটের কাজের জন্য টেন্ডার হয়ে গেছে। খুব দ্রুত কাজ শুরু হবে। সেটা বিজেপির কাউন্সিলরা জেনে বুঝেও নাটক করছে।