Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্র বিচ এলাকায় প্লাস্টিক পরিষ্কার করা হয় রামনগরে।

সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষা করতে রামনগর-১ ব্লকের জলধা ও তাজপুর পর্যটন কেন্দ্রের প্রায় এক কিলোমিটার সমুদ্র বিচ এলাকায় প্লাস্টিক পরিষ্কার করা হয়।

দেশপ্রাণ ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতি রামনগর ১ ব্লকে সমুদ্র উপকুলবর্তি এলাকায় পরিবেশেকে সুস্থ রাখার জন্য নিজস্ব উদ্দোগে এই কাজটি করেছে। উপস্থিত ছিলেন তালগাছাড়ি -২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া,বিশ্বজিৎ জানা।

শ্রীমতি খাটুয়া কাজলা জনকল্যাণ সমিতির এই ধরনের উদ্যোগকে ধন্যবাদ জানান এবং পাশে থাকার অঙ্গীকার করেছেন। সবুজ বাহিনীর স্বেচ্ছাসেবক মমতা মাঝি, শিখা মাঝি, ভক্তিপদ ও অনান্যরা,সহ কাজলা জনকল্যাণ সমিতির পক্ষে কমল দাস, অনুরাধা মণ্ডল, শ্যমলি সাহু, তপন দাস, প্রমিলা বেরা প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read