Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

৫০০০০ টাকা প্রতারণা শিকার তমলুকের বাসিন্দা কার্তিক পাত্র।

রান্নার গ্যাসের ভর্তুকির টাকা ছাড়া হচ্ছে,সেই টাকা ব্যাঙ্কে ঢুকবে ।তাই চাওয়া হয় ওটিপি ।আর সেই ওটিপি দিতেই সর্বনাশ ।৫০ হাজার টাকা খোয়া গেল ব্যাঙ্ক একাউন্ট থেকে।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বাসিন্দা কার্তিক পাত্র। বলা হয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট নম্বর আসবে গ্যাসের ভর্তিকির টাকা। নির্দ্বিধায় নিজের অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছিলেন কার্তিক।

বলা হয়েছিল তাঁর কাছেই ওটিপি চেয়ে আসবে ফোন। যেমন বলা হয়েছিল, তেমনভাবেই ফোন আসে। আধার নম্বর দিয়ে দেন কার্তিক। ওটিপি-ও আসে। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। কার্যত সব হারিয়েছেন তমলুকের বাসিন্দা। সাইবার থানার দ্বারস্থ হয়েছেন তিনি।

আর্থিক প্রতারণা নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে। বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। কিন্তু তারপরও এমন সব ঘটনা সামনে আসছে। কার্তিক পাত্র তমলুক থানার খারুই-এর গডিনের বাসিন্দা।

এই বিষয়ে কার্তিক পাত্র জানান, আমার ফোনে ওটিপি আসার কথা বলা ছিল। সেই নম্বর ফোনে আসে। সেটা দেখে বলার পর থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটা শুরু হয়। প্রায় ৫০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read