ছ নম্বর জাতীয় সড়কের(মুম্বাই রোড)দেউলিয়া বাজার সংলগ্ন স্থানে বন্ধ থাকা আন্ডারপাস নির্মাণের কাজ দ্রুত শেষ করে তা চালুর দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রোজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিটের কলকাতা শাখার প্রোজেক্ট ডিরেক্টারের নিকট স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, গত কয়েক বছর আগে সড়ক কর্তৃপক্ষ জমি অধিগ্রহণ করে এলাকার ফুলচাষী-ফুলব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে বাজার সংলগ্ন স্থানে আন্ডারপাস নির্মাণের কাজ শুরু করে। সেইমতো মুল ছ লেনের রাস্তার দু’পাশে বাইপাস রাস্তাও তৈরি হয়। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে প্রায় বছর দুই হোল- আন্ডারপাশ নির্মাণ কার্য বন্ধ রয়েছে। ফলস্বরূপ প্রায়শই ওই স্থানে দুর্ঘটনা লেগে রয়েছে। অতি সত্বর নির্মাণ কাজ শুরু করা না হলে ফুলচাষী-ফুলব্যবসায়ী,ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে নারায়ণবাবু হুশিয়ারী দেন।